উপন্যাস সমগ্র- সৈয়দ ওয়ালীউল্লাহ্

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌

জন্মআগস্ট ১৫ ১৯২২
ষোলশহর, চট্টগ্রাম
মৃত্যুঅক্টোবর ১০ ১৯৭১
প্যারিস, ফ্রান্স[১]
পেশা
  • ঔপন্যাসিক
  • গল্পকার
  • কবি
  • সাহিত্য সমালোচক
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশি
নাগরিকত্ব বাংলাদেশ
সময়কালকল্লোল যুগ
উল্লেখযোগ্য রচনালালসালু, কাঁদো নদী কাঁদো
উল্লেখযোগ্য পুরস্কারপূর্ণ তালিকা
সক্রিয় বছর১৯৯২-১৯৭১

১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে জন্মগ্রহণ করেন সৈয়দ ওয়ালীউল্লাহ। তিনি একাধারে কথা-সাহিত্যিক ও নাট্যকার। বাংলাদেশে সবার প্রথমে তিনিই চেতনার প্রবাহরীতির উপন্যাস লেখা শুরু করেন। তিনি তার জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক লাভ করেন। যেমন, বাংলা একাডেমি পুরষ্কার ১৯৬১ সালে, আদমজি পুরষ্কার ১৯৬৫ সালে, একুশে পদক ১৯৮৩ সালে। তিনি ফ্রান্সের প্যারিসে ১৯৭১ সালের ১০ অক্টোবর মৃত্যবরণ করেন।

সাহিত্যকর্মঃ

উপন্যাসঃ তিনি বেশ কিছু বিখ্যাত উপন্যাস লিখেছেন। যার মধ্যে লালসালু সবচেয়ে বেশি আলোচিত। এটি দুটি ভাষায় অনুদিত হয়েছে। ভাষা দুটি হল ফরাসি ও ইংরেজী। ইংরেজী ভাষায় অনুদিত উপন্যাসটির নাম হল Tree Without Roots বাংলা ভাষায় এটি সিনেমাও তৈরি হয়েছে। চলচিত্রটি জাতীয় পুরষ্কার লাভ করে। চলচিত্রটি রচনা করেন তানভীর মোকাম্মেল ২০০১ সালে। ঠগ পীরের পানি পড়ায় কি কোনো কাম হয়? – উক্তিটি খালেক ব্যাপারীর। উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হল মজিদ, জমিলা ও আমেনা।

এছাড়াও, তিনি চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, The Ugly Asian/কদর্য এশীয় নামে কয়েকটি উপন্যাস রচনা করেন।

নাটকঃ তিনি নাট্যকার হিসেবেও সুনাম কুড়িয়েছেন। তার লেখা বেশ কিছু নাটক লিখেছেন। যেমন, তরঙ্গভঙ্গ, বহিপীর, সুড়ঙ্গ ইত্যাদি।

গল্পগ্রন্থঃ সৈয়দ ওয়ালীউল্লাহ দুটি গল্প লিখেন দুটিই বিখ্যাত। তার একটি হল, দুই তীর ও অন্যান্য গল্প, একটি তুলসী গাছের কাহিনী। এর মধ্যে ’দুই তীর ও অন্যান্য গল্প’ গল্পটির জন্য আদমজী পুরস্কার পান।

ডাউনলোড লিংকঃ-

https://drive.google.com/file/d/1mE5HdahV5OxrMmh96PYsfieum6DfsZgh/view?usp=sharing

 

Post a Comment

0 Comments