বিসমিল্লাহির রহমানির রহিম
তোতা কাহিনী (অবশ্যই পড়বেন)
ইরানের এক সওদাগর ছিল। তিনি একটি তোতা পাখি পালতেন। সে তার মনের সুখ দুঃখ তোতার সাথে শেয়ার করতেন। একদিন সে ভারতে বানিজ্যের উদ্দেশ্যে রওনা করবেন, যাওয়ার সময় তোতাকে জিজ্ঞেস করল এই তোতা তোর জন্য ভরত থেকে কি আনব। তোতা বললো ভারতে আমার অনেক জাত ভাই আছে। তাদের কাছে জিজ্ঞেস করবেন মুক্তির উপায় কি? সওয়াদর বললো এটা আবার কেমন চাওয়া হলো। তোতা বললো এটাই আমার জন্য পরম প্রাপ্তি হবে। সওদাগর বললো ঠিক আছে। সাওদাগর ভরতে গেল এবং তার ব্যাবসায়িক কাজ শেষ করে আসার পথে তোতার কথা মনে পরল। ভারতে একটি গাছে তোতার অনেক জাত ভাইকে দেখতে পেল এবং তাদের উদ্দেশ্য করে বললো তোমাদের এক জাত ভাই আমার কাছে আছে সে তোমাদের কাছে জানতে চেয়েছে মুক্তির উপায় কি? এই কথা শোনার সাথে সাথে একটি তোতা গাছ থেকে পরে মারা যায়। এটা দেখে সওদাগর কান্না করে এবং অনেক আফসোস করতে থাকে এবং মনে মনে প্রতিজ্ঞা করে এ কথা সে কাওকে বলবে না। সওদাগর বানিজ্য শেষে ইরানে ফিরে আসে। সওদাগর তোতার সাথে অনেক কথাই বলে কিন্তু তোতা পাখি যখন জিজ্ঞেস করে তার প্রশ্নের উত্তর দিতে তখনি সওদাগর তার কথা এরিয়ে যায়। একদিন তোতা পাখি সওদাগরকে কসম দিয়ে বলে তাকে বলতেই হবে। সওদাগর কোন উপায় না দেখে তোতাকে বলে তার প্রশ্নের উত্তর খুজতে গিয়ে ভারতে তার এক জাত ভাই্ এর কাছে মুক্তির উপায় জানতে চাওয়াতে মারা যায়। এ কথা শোনার সাথে সাথে সওদাগরের তোতা পাখিটি খাচায় সাথে সাথে প্রান ত্যাগ করে এটা দেখেতো সওদাগরের আর দুঃখের সীমা থাকে না সে কান্না করতে করতে খাচা থেকে তোতা পাখিটি মাটিতে রাখা মাত্রই তোতাটি উরাল দিয়ে একটি গাছে গিয়ে বসে। এই কান্ড দেখে সওদাগর অবাক হয়ে যায়। তোতা পাখির কাছে এর কারণ জানতে চাইলে তোতা পাখি বলে ভারতে তার যে জাত ভাই মারা গেছে সে আসলে মারা যায় নি। মরার ভান করে তাকে মুক্তির উপায় বলে দিয়েছে।
শিক্ষাঃ উপরে আমরা যে কাহিনীটি শুনলাম তা একটি আধ্যাতিক কাহিনী। এক কথায় এর উত্তর দিতে গেলে বলতে হয় মরার আগে মরতে জানা শিখতে হবে। আর ব্যাপক অর্থে বলতে গেলে বলতে হয় যে মানুষের সবচেয়ে বড় মুক্তি হচ্ছে মুত্যু। এখানে যে মৃত্যুর কথা বলা হয়েছে তা হলো দুনিয়াবী মৃত্যু। আল্লাহকে পেতে হলে মানুষকে মরার আগে মরতে হবে। অর্থাৎ দুনিয়ার লোভ লালসা, কামনা বাসনা সকল কিছুকে ত্যাগ করতে হবে (কোরআন ও হাদিসের আলোকে)। তাহলে মানুষ মরার আগে মরতে পারবে আর সেই হবে কামিয়াব ও সফলকাম। অর্থাৎ আল্লাহর রাসুলকে সম্পূর্ণ অনুস্মরণ করে চলতে হবে। আর তাকে অনুস্মরণ করে চলতে গেলেই মানুষকে মরার আগে মরতে পারবে। আর তারাই দুনিয়াতেও কামিয়াব ও আখেরাতেও কামিয়াব। আল্লাহ আমাদেরকে সেই তৈফিক দান করুক (আমিন)।
0 Comments