“হে ইমানদারগন, যদি কোন ফাসিক  ব্যাক্তি তোমাদের কাছে কোন খবর নিয়ে অাসে তবে তোমরা তার সত্যতা যাচাই করে নাও। এমন যেন না হয় যে, তোমরা অজ্ঞাতবশতঃ কোন মানব গোষ্ঠীর ক্ষতি সাধন করে বসবে আর পরে নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত হতে হবে।” (সূরা হুজুরাত-6)