কোরআনুল কারীম এর শুধু বাংলা তর্জমা

কুরআন বুঝে পড়ো (রত্তিল করো) নিয়ম মেনে, স্পষ্ট করে ধীরে ধীরে। (সূরা মুয্যাম্মিল: ৪) অর্থাৎ কুরআন পড়তে হবে সঠিক (তাজবীদের নিয়ম অনুযায়ী) উচ্চারণ করে, অর্থ বুঝে যেখানে যে ভাব প্রকাশ করতে চাওয়া হয়েছে সেখানে সে ভাব প্রকাশ করে।